বছরে ৪ বার জল ছাড়লে রাজ্যের মানুষ বাঁচবে কীভাবে? আরামবাগে বন্যাদুর্গত অঞ্চল দেখতে গিয়ে DVC-কে তুলধনা মমতার

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার নবান্ন লাগোয়া ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে করে রওনা দেন তিনি।

দুর্গত এলাকায় পৌঁছে বন্যা কবলিত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এদিনও বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির উদ্দেশ্যে ব্যাপক ক্ষোভ উগরে দেন তিনি। পরিসংখ্যান দিয়ে দেখান কদিনে ডিভিসি কত পরিমাণ জল ছেড়েছে। তিনি বলেন, রাজ্যকে জানিয়ে জল ছাড়ায় আটটি জেলার একাধিক এলাকা সম্পুর্ন জলের তলায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানকার মানুষের। মুখ্যমন্ত্রীর দাবি, ডিভিসি প্রায় সাড়ে তিন লক্ষ জল ছেড়েছে। যার জেরে হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত।

মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ১ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিআরএফকে নামানো হয়েছে। নবান্ন থেকেও চব্বিশ ঘন্টা পরিস্তিতির উপর নজর রাখা হচ্ছে। তিনি আবারও বলেন, ডিভিসির উচিত রাজ্যের সঙ্গে কথা বলে জল ছাড়া। বছরে চার বার জল ছাড়ছে। এভাবে রাজ্যের মানুষ কী করে বাঁচবে? সেই সঙ্গে মোদী সরকারকেও একহাত নেন তিনি। বলেন, বার বার বলা সত্ত্বেও কেন্দ্র কোনও পদক্ষেপ নিচ্ছে না, সেন্ট্রালের উচিত একটা মাস্টার প্ল্যান তৈরি করা। পাশাপাশি এদিন ফের ড্যামগুলো সংস্কার করার দাবি তোলেন তিনি।

উল্লেখ্য এদিন আরামবাগের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। তাঁর কথায়, আগের বন্যার সময় কেন্দ্রের প্রতিনিধি দল এসে দেখে গিয়েছিল। ওরা এটাই দেখে গিয়েছে কত জল ছাড়লে এসব জায়গা ডোবে। রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র চক্রান্ত করছে।

Comments are closed.