ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। নবান্ন সূত্রে খবর, ২৮ মার্চ বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
২৮ মার্চ বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। ওই দিনই কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বিকেলে তিনি শিলিগুড়ি এসে পৌঁছাবেন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্ব্ধন করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন ২৯ মার্চ সড়কপথে দার্জিলিং-এর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। জানা গিয়েছে ৩০ মার্চও দার্জিলিং-এ থাকবেন তিনি। ম্যালে একটি সরকারি অনুষ্ঠান থেকে একাধিক সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করবেন তিনি।
পুর নির্বাচনে পাহাড়ে উল্লেখযোগ্যভাবে উত্থান ঘটেছে তৃণমূলের। শিলিগুড়ি পুরসভার দখল নিয়েছে ঘাসফুল শিবির। ‘পাহাড় জয়ে’র পরেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পুরসভার জয়ী কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন তিনি। এবারের সফরে পুরসভা নিয়ে নতুন কিছু ঘোষণা করতে পারে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.