মঙ্গলবার দু’দিনের পশ্চিম মেদনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বহু প্রকল্পের শিলান্যাস সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি
কয়েকদিন আগেই জেলা সফরে যাওয়ার কথা ছিল কিন্তু অশনির কারণে তা পিছিয়ে যায়। মঙ্গলবার দু’দিনের জন্য পশ্চিম মেদনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে এমনটাই খবর। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। এক নজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর সফরসূচী।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মেদনীপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর হ্যালিপ্যাড গ্রাউন্ড থেকে শহীদ প্রদ্যত স্মৃতি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সূত্রের খবর এই সফরে ১০০ জন চাকরী প্রার্থীর হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন তিনি। প্রশাসনিক বৈঠকও সেই সঙ্গে প্রায় ৬৬ প্রকল্পের শিলান্যাস এবং ১২৩ টি প্রকল্পের সূচনা করবেন।
তৃণমূল সূত্রে খবর প্রশাসনিক কাজের পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক বৈঠকও করবেন। মঙ্গলবার সন্ধ্যায় মেদনীপুর সার্কিট হাউসে বৈঠক করেন তিনি। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। এরপর বুধবারও দুপুর ১২ টায় কলেজ মাঠে কর্মী সভায় যোগ দেবেন। এরপর কপ্টারে ঝড়গ্রামের উদ্দ্যেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.