হাথরস কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী, শনিবার বিড়লা তারামন্ডল থেকে গান্ধী মূর্তি মিছিল
হাথরস কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর প্রদেশের হাথরসে দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিকেলে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন তিনি।
হাথরস কাণ্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল হইয়েছে দেশ। উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় সর্বত্র। বৃহস্পতিবারই হাথরস যেতে গিয়ে আটক হয়েছেন রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার হাথরসে ধর্ষিতার বাড়ির দেড় কিলোমিটার আগে আটকে দেওয়া হয় তৃণমূল সাংসদদের। হেনস্থা করা হয় ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডলদের। গত দুদিনে হাথরস কাণ্ডের সমালোচনা করে ট্যুইট করেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.