বিদ্যুৎবন্টন সংশোধনী বিলের বিরোধিতা করে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

এবার বিদ্যুৎবন্টন সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের প্রস্তাবিত বিলকে জনস্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছেন তৃণমূল নেত্রী।

বিরোধীদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই বিল পাশের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, এমনটাই অভিযোগ। মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ্য করেছেন, এই আইন কার্যকরী হলে রাজ্য বঞ্চিত হবে। তাঁর অভিযোগ, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলিও রুগ্ণ হয়ে পড়বে বলে চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি এদিন আরও বলেন, বিদ্যুৎ রাজ্য ও কেন্দ্রের এক্তিয়ার ভুক্ত বিষয়। কেন্দ্র যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়েছে তা অনৈতিক। তিনি অভিযোগ করেন, এই বিল কার্যকরী হলে বিদ্যুৎ-এর উপরে রাজ্যের অধিকার খর্ব হবে। যার জেরে সমস্যায় পড়বেন রাজ্যের সাধারণ গরিব মানুষ।

উল্লেখ্য বিদ্যুৎবন্টন নিয়ে সংশোধনী বিল পাশ হলে, দেশের যে কোনও জায়গায় একাধিক বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। অর্থাৎ আইন কার্যকর হলে বিদ্যুৎ বন্টনে লাইসেন্স প্রথা বাতিল হবে।

কেন্দ্রের ব্যাখা, এই নতুন আইনের জেরে যেকোনও কোম্পানি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অবাধ প্রবেশের সুযোগ পাবে। বাজারে টেলিকম সংস্থাগুলির মতো বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও প্রতিযোগিতা বাড়বে। যার জেরে পরিষেবার গুণমান ভালো হওয়ার পাশাপাশি বিদ্যুৎএর খরচও কমবে।

যদিও গেরুয়া শিবিরের তরফে মুখ্যমন্ত্রীর এই চিঠির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Comments are closed.