পুরোনো ছবি, ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করা হচ্ছে যে ছবিগুলি বাংলার ভোট পরবর্তী হিংসার। এতদিন বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করে এসেছে তৃণমূল। এবার কার্যত একই অভিযোগ ইংরেজি নিউজ চ্যানেল CNN News18 এর বিরুদ্ধে। Alt News এর প্রতিবেদনে দেখানো হয়েছে কীভাবে বাংলার ভোট পরবর্তী হিংসার ছবি/ভিডিও বলে দাবি করে পুরনো ছবি দেখিয়েছে News18.
১৮ জুন হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের নির্দেশ দেয়। ২১ জুন হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে কোর্টের বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্যের আর্জি খারিজ করে আদালত। তার তিনদিন পর এই সংক্রান্ত খবর করতে গিয়ে ইংরেজি নিউজ চ্যানেল CNN News18 এমন কিছু ছবি ব্যবহার করে যার সঙ্গে ভোট পরবর্তী হিংসার আদৌ কোন সম্পর্ক নেই।
Alt News এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, News18 ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রাইম টাইমে একটি প্রতিবেদন দেখানোর সময় কিছু ছবি ব্যবহার করে যেগুলির কোনওটা পঞ্চায়েত ভোটের সময়ের হিংসার ছবি আবার কোনওটা গত বছর রামনবমীর শোভাযাত্রার সময় হওয়া গন্ডগোলের ছবি।
প্রতিবেদনের শুরুতে দেখানো হয়, একটি চার চাকা মালবাহী গাড়ি দাউ দাউ করে জ্বলছে। ছবিটি যখন স্ক্রিনে দেখানো হচ্ছে তখন সঞ্চালক বাংলার ভোট পরবর্তী হিংসার খবর পড়ছেন। ছবিটি এই প্রতিবেদনে ব্যাবহার করা হলেও জানা যাচ্ছে, ২০১৮ সালে আসানসোলে হওয়া দাঙ্গার ঘটনার ছবি এটি।
২০১৮ সালে The Indian Express আসানসোলে দাঙ্গার খবরে একই ছবি ব্যবহার করে। ছবিটি সেই সময় সংবাদসংস্থা PTI এর তোলা। NDTV ওই একই ছবি ২০১৮ সালের ২৭ মার্চ তাদের প্রতিবেদনে ব্যবহার করে।
কিছুক্ষন পরে টিভির স্ক্রিন জুড়ে বাংলার ভোট পরিবর্তী হিংসার প্রমাণ হিসেবে দেখানো হয় উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করছে। Alt News এর প্রতিবেদনে জানা যাচ্ছে, রাজ্যসভায় নাগরিকত্ব আইন পাস হওয়ার পর বিক্ষোভের ঘটনার ছবি এটি, যা ভোট পরবর্তী হিংসার ছবি দাবি করে সম্প্রচার করা হচ্ছে।
প্রাইম টাইমে ব্যবহৃত ছবিটি ২০১৯ সালে ১৬ ডিসেম্বর ‘ইয়ুথ কি আওয়াজ’ এবং ১৭ ডিসেম্বর ‘দি সিটিজেন’ নামে দুটি নিউজ পোর্টাল CAB এর প্রতিবাদে বিক্ষোভের খবর করতে ব্যবহার করেছে। সাংবাদিক তীর্থঙ্কর দাসও ২০১৯ সালের ১৬ ডিসেম্বর ওই ছবি ট্যুইট করেন।
Violent Protests Continue In West Bengal As The CAB Is Passed.https://t.co/Dj64LvaTsA#CABProtests #SaynotoCAB #bengal #government #BJPburningIndia #news #Journalismisnotacrime #Reportaje pic.twitter.com/zeZ5CHCSl1
— Tirthankar Das (@tirthaMirrorNow) December 16, 2019
পঞ্চায়েত ভোটের গন্ডগোল নিয়ে হিন্দুস্তান টাইমস একটি খবর করে ২০১৮ এর ৯ জুলাই। রাস্তায় দুটি মোটর সাইকেল দাউ দাউ করে জ্বলছে। হিন্দুস্থান টাইমসের করা খবরের এই ছবি News18 এর প্রাইম টাইমের প্রতিবেদনে যখন দেখানো হচ্ছে, সেই সময় বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে সঞ্চালক তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের সঙ্গে আলোচনা করছেন।
২০১৮, ২০১৯ সালের ঘটনার ছবি ২০২১ এর ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবেদনে ব্যবহারের জেরে ইতিমধ্যেই সমালোচিত News18 কর্তৃপক্ষ।
Comments are closed.