কলেজে ভর্তির সময়সীমা আরও বাড়ল। সম্প্রতি এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ শিক্ষা দফতর। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির পোর্টাল খোলা থাকবে।
একাধিক কলেজে স্নাতকস্তরে বিভিন্ন বিষয়ে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ক্লাস শুরুর পরেও কেন ভর্তি প্রক্রিয়ার মেয়াদ বাড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে জানা গিয়েছে, অধিকাংশ কলেজে ৬০-৭০% আসন ভর্তি হয়ে গিয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ন। তবে এমন অনেক কলেজ রয়েছে যেগুলোতে এখনও বিভিন্ন বিভাগে প্রচুর আসন খালি রয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম। একাধিক নতুন বিষয় চালু করেও আশানুরূপ ফল মিলছে না। সেই সব কলেজের কথা ভেবেই মূলত ভর্তির প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সে কারণেই আগামী ২০ সেপ্টেম্বরে পর্যন্ত স্নাতকস্তরে পড়ুয়ার কলেজে ভর্তি হতে পারবেন।
Comments are closed.