নাগালে কেষ্ট মণ্ডল! নজরবন্দির পরও কমিশনের সঙ্গে লুকোচুরি খেলছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। যদিও ঘন্টা তিনেক পর তারাপীঠ মন্দিরে হদিশ মিলল অনুব্রত মণ্ডলের।
বুধবার সকালে গাড়ি নিয়ে বেরোন অনুব্রত। কিছুক্ষণ বাহিনীর নজরে থাকার পর, রাস্তায় তাঁর গাড়ির হদিশ হারিয়ে ফেলে কেন্দ্রীয় বাহিনী। পরে কমিশনের তরফে জানানো হয়েছে, মাঝ রাস্তায় ট্রাফিক সিগনালে একটু বেশিই এগিয়ে যায় অনুব্রতর গাড়ি, পরে নাগাল পায় নজরদারি দল।
বীরভূমের ভোটের আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা থেকে শুক্রবার অর্থাৎ অষ্টম দফার ভোটার পর দিন সকাল ৭টা পর্যন্ত কমিশনের নজরদারিতে থাকবে অনুব্রত। নজরবন্দি থাকাকালীন তাঁর সমস্ত গতিবিধি ভিডিওগ্রাফি করা হবে এমনটাও জানিয়েছিল কমিশন।
বুধবার সকালে অনুব্রত মণ্ডলের গাড়ি হদিশ হারালে হন্যে হয়ে খুঁজতে শুরু করে বাহিনী। অবশেষে দুপুর ২ টো নাগাদ অনুব্রতর খোঁজ মেলে তারাপীঠ মন্দিরে। ফের তাঁকে নজরবন্দি করল কমিশন।
ভোটের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা নতুন ঘটনা নয়। এর আগে ২০১৬ এবং ২০১৯ এ ভোটের সময়ও কমিশন তাঁকে নজরবন্দি করেছিল।
Comments are closed.