গাজিয়াবাদে প্রবীণ নিগ্রহের ভিডিও শেয়ার করার জেরে অভিনেতা স্বরা ভাস্কর, সাংবাদিক আরফা খানুম শেরওয়ানি এবং ট্যুইটার ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। দিল্লির তিলক মার্গ পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবি অমিত আচার্য্য।
সম্প্রতি একটি ভিডিও ঘিরে বিতর্ক ডানা বেধেছে। গাজিয়াবাদের বৃদ্ধকে নিগ্রহের ভিডিও শেয়ার করে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাংবাদিক রানা আইয়ুব, অল্ট নিউজের মহম্মদ জুবের, নিউজ পোর্টাল দ্য ওয়্যার, কংগ্রেস নেতা শামা মহম্মদ, সলমন নিয়াজি এবং লেখক সাবা নাকভির বিরুদ্ধে আরও একটি এফআইআর করা হয়।
এবার কার্যত এক অভিযোগে থানায় অভিযোগ দায়ের হল বলিউড তারকা স্বরা ভাস্করের বিরুদ্ধে। তবে এই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় বিজেপি সরকারের কোপে পড়েছেন স্বরা ভাস্কর। এবারও জেএনইউ প্রাক্তনীর নামে হল অভিযোগ।
কয়েকদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন মিলে এক মুসলিম বৃদ্ধের দাঁড়ি কেটে নিচ্ছে। তাঁকে মারধর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও পুলিশের দাবি ছিল, ওই বৃদ্ধ তাবিজ বিক্রি করতেন। তাবিজে কাজ হয়নি বলে মারধর মরা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি TheBengalStory.
ইতিমধ্যেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এক বিবৃতি দিয়ে জানিয়েছে, সংবাদ মাধ্যমের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের সহজেই যেন টার্গেট না করা হয়, সে বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলবে প্রেস ক্লাব যোগ ইন্ডিয়া।
নয়া ডিজিটাল নীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে টুইটারের সংঘাতের মধ্যেই টুইটারের ওপর থেকে আইনী রক্ষাকবচ সরিয়ে নিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশে এই ঘটনার জেরেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলেই মনে করা হয়েছে।
Comments are closed.