Corona Second Wave: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে উত্তরপ্রদেশের ৫ শহরে লকডাউন
লকডাউন চলবে ২৬ এপ্রিল তথা আগামী সোমবার পর্যন্ত
সকালেই ৬ দিনের জন্য রাজধানী দিল্লিতে লকডাউনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বেলাগাম করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এবার লকডাউন ঘোষনা হল উত্তরপ্রদেশের ৫ টি বড় শহরে। লকডাউন চলবে ২৬ এপ্রিল তথা আগামী সোমবার পর্যন্ত।
প্রয়াগরাজ, লখনউ, বারানসী, কানপুর এবং গোরক্ষপুর এই ৫ টি শহরে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিল হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস, শপিং কমপ্লেক্স, হোটেল, রেস্তোরাঁ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও খোলা থাকবে না কোনও মুদির দোকান ও ওষুধের দোকান। এমনকি ৫ টি শহরে যান চলাচলও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এর আগে দিল্লি সরকার লকডাউন ডাকলেও আদালতের নির্দেশে লকডাউন এই দফায় প্রথম।
Comments are closed.