অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রণব পুত্র অভিজিৎ মুখার্জির বৈঠক। তবে কি এই কংগ্রেসের প্রাক্তন সাংসদ যোগ দিতে চলেছেন তৃণমূলে? সোমবার রাতে ক্যামাক স্ট্রিটের দফতরে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিতের সঙ্গে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠকের পর এমনই মনে করা হচ্ছে।
যদিও তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিজিৎ মুখার্জি নিজে। তিনি জানিয়েছেন, প্রণববাবুর স্মৃতিতে একটি অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জিকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন। অভিষেক থাকবে বলে জানিয়েছে, জানান অভিজিৎ।
কয়েকদিন আগেই জঙ্গিপুরে তৃণমূল জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ। সেখানেও একই ইস্যু নিয়ে কথা হয়।
এদিনের বৈঠকের বিষয়ে অভিষেকের দফতরের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু অভিজিতের ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতার কথায়, প্রণব পুত্রের তৃণমূলে যাওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে সূত্রে খবর, সোমবার রাতে এক বিজেপি নেত্রীর সঙ্গেও ক্যামাক স্ট্রিটে বৈঠক করেন অভিষেক ব্যানার্জি।
Comments are closed.