WB Election 2021 Result LIVE: বাংলার পর দেশেও খেলা হবে! মমতাকে শুভেচ্ছা লালু, অমর আবদুল্লার
উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই ঘাস ফুলের দাপট
গণনার রায় পরিষ্কার। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই ঘাস ফুলের দাপট। ফলাফল প্রকাশের আগেই তৃণমূল নেত্রীকে শুভেচ্ছার ঝড় তুললেন দেশের তাবড় বিরোধী নেতারা।
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা মমতা ব্যানার্জিকে ট্যুইট করে অভিনন্দন-বার্তা দিলেন। লিখলেন, পশ্চিমবঙ্গে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন মমতা দিদিকে এবং তৃণমূলের সকল সদস্যকে। আগামী ৫ বছরের জন্য অনেক শুভেচ্ছা আপনাকে।
Heartiest congratulations to @MamataOfficial didi & everyone at @AITCofficial for the remarkable victory in West Bengal. The BJP & a throughly partisan Election Commission threw everything including the kitchen sink at you & you prevailed. All the best for the next 5 years.
— Omar Abdullah (@OmarAbdullah) May 2, 2021
শুভেচ্ছা-বার্তা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের তরফ থেকেও। ট্যুইট-বার্তায় লিখলেন, আন্তরিক অভিনন্দন মমতা ব্যানার্জি। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের বিষয়ে আমি আশাবাদী ছিলাম। আমি আপনার স্বাস্থ্য কামনা করি। আমি বাংলার মানুষকেও ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। যারা দিদির পক্ষে আন্তরিকভাবে ভোট দিয়েছিল এবং বিজেপির বিতর্কিত ও বিভাজনমূলক প্রচারের পক্ষে পা দেননি।
Heartiest congratulations to you @MamataOfficial Ji on this historic victory against all odds. I wish you good health.
I would also like to thank & congratulate people of Bengal who wholeheartedly voted for Didi & didn’t fall for vitriolic & divisive propaganda of BJP.
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) May 2, 2021
এবারও সবুজের হাওয়া বাংলায়। এখনও সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হলেও গণনার প্রবণতা বলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখছে তৃণমূল।
Comments are closed.