জল্পনা সত্যি করে তৃণমূলে এলেন ফারাক্কার পাঁচ বারের কংগ্রেসের বিধায়ক মইনুল হক। জঙ্গিপুরে অভিষেক ব্যানার্জির জনসভায় তৃণমূলে যোগ দেন তিনি। কয়েকদিন আগেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে কংগ্রেস ছেড়েছিলেন মইনুল। তখনই তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভবনা প্রবল হয়েছিল।
২১ জুলাই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক। সেই সময় দলত্যাগ না করলেও সম্প্রতি কংগ্রেসের সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন এবং দলের সদস্যপদ ছাড়েন।
উল্লেখ্য ১৯৯৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত ফারাক্কা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। শেষ নির্বাচনে ফারাক্কায় তৃতীয় স্থান পায় কংগ্রেস। সূত্রের খবর তখন থেকেই কংগ্রেসের ত্যাগের চিন্তা ভাবনা শুরু করেছিলেন তিনি। ২০১৩ থেকে এআইসিসির সম্পাদক পদে ছিলেন মইনুল। সম্পাদক হিসেবে বাংলার বাইরেও একাধিক রাজ্যে সংগঠনের দায়িত্বে ছিলেন মইনুল। পর্বেক্ষকদের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে অধীরগড়ে কংগ্রেস বিধায়কের দলত্যাগের ঘটনা অত্যন্ত তাৎপর্য ঘটনা।
এদিকে মইনুলের দলত্যাগের জল্পনা শুরু হতেই তৃণমূলকে কটাক্ষ করেছিলেন অধীর চৌধুরী। তাঁর কথায়, তৃণমূল দলটাই তো তৈরি কংগ্রেসকে ভেঙে।
মইনুল হকের যোগদানের পর তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করতে পারছে না। বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল। আজ মইনুল হকের দলত্যাগও আবার সেই কথাটাই প্রমান করল।
Comments are closed.