পিতৃ বিয়োগ হয়েছে বিহারের সাইকেল গার্ল জ্যোতির। লকডাউনে অসুস্থ বাবাকে ১২০০ কিমি সাইকেলে চাপিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন ১৫ বছরের জ্যোতি। ওর পরেই খবরের শিরোনামে চলে আসে জ্যোতি। এবার জ্যোতির পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। জ্যোতি জানিয়েছেন, কংগ্রেস নেত্রী তাঁকে ফোন করে কীভাবে বাবা মারা গেছেন জানতে চান। কোনও সমস্যা হলেই তাঁকে ফোন করে জানাতে বলেছেন। এর আগেও বাল রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন জ্যোতি।
স্থানীয় কংগ্রেস নেতা মসকুর আহমেদ উসমানি জ্যোতির হাতে প্রিয়াঙ্কার সমবেদনার চিঠি তুলে দেন। এই বিষয়ে উসমানি জানিয়েছেন, বিহারের সাইকেল গার্লকে শিক্ষার পাশাপাশি সবধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। কোভিড নিয়ন্ত্রণে এলেই দিল্লিতে নিয়ে যাওয়া হবে জ্যোতিকে বলে জানান কংগ্রেস নেতা মসকুর আহমেদ উসমানি।
জানা গেছে, দুই ভাই ছাড়াও এক বোন আছে জ্যোতির। সংসারে একমাত্র উপার্জনকারী বাবা চলে যাওয়ার পর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে জ্যোতিকে। জ্যোতি জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীর এই আশ্বাসে স্বস্তি পেয়েছে জ্যোতি।
গুরগাঁওতে পেশায় রিকশাচালক মোহন পাসওয়ান একটি দুর্ঘটনায় আটকে পড়ে। সেইসময় জ্যোতি চলে যায় বাবার কাছে। এরমধ্যেই শুরু হয় লকডাউন। জ্যোতি গুরগাঁও থেকে ১২০০ কিমি সাইকেল চালিয়ে বিহারে নিজের বাড়িতে নিয়ে আসে অসুস্থ বাবাকে। কিন্তু কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় জ্যোতির বাবার।
Comments are closed.