২০২২ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এবার সেখানে বিজেপিকে রুখতে বড় পদক্ষেপ নিল কংগ্রেস। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভার ৪০% শতাংশ আসনই মহিলাদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এমনটাই ঘোষণা করলেন কংগ্রেস নেত্রী তথা উত্তরপ্রদেশের ভোটের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী।
যোগীর বিরুদ্ধে লড়াইয়ে মহিলা ভোটকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। মহিলাদের প্রার্থী করা প্রসঙ্গে এদিন প্রিয়াঙ্কা বলেন, আমরা চাই রাজনীতিতে সম্পূর্ণভাবে মহিলাদের অবদান থাকুক। যে নারীরা উত্তরপ্রদেশের পরিবর্তন চান, তাঁরা এগিয়ে আসুন।
হাথরাস সহ একাধিক ঘটনায় যোগীরাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। হাথরাসের কাণ্ডে কার্যত গোটা দেশেই তোলপাড় পড়ে যায়। এই আবহে মহিলা প্রার্থী দিয়ে কংগ্রেস যে পুনরায় নারী সুরক্ষা ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তা পরিষ্কার। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, হাথরাসে যে মেয়েটিকে প্রাণ হারাতে হয়েছিল এই সিদ্ধান্ত তাঁর জন্য, উন্নাওয়ে নিগ্রহীতা মেয়েটার কথা ভেবে এই সিদ্ধান্ত।
এছাড়াও সম্প্রতি লখিমপুরে কৃষক হত্যার ঘটনা নিয়ে যোগীর বিরুদ্ধে ভোট ময়দানে নামতে চলেছে কংগ্রেস।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মহিলারা প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর যোগ্যতার ভিত্তিতে টিকিট দেওয়া হবে তাঁদের।
কংগ্রেস নেত্রী এদিন আরও বলেন, তাঁর ইচ্ছে ছিল ৫০% আসনই মহিলাদের জন্য সংরক্ষণ করা হোক। কিন্তু দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় আপাতত ৪০% আসন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে তা ৫০% করা হতে পারে বলেও জানান তিনি।
পর্যবেক্ষকদের মতে বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৪ লোকসভা নির্বাচনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে উত্তরপ্রদেশ। সেদিক থেকে কংগ্রেসের এই সিদ্ধান্ত দিল্লির মসনদ দখলের ক্ষেত্রে কতটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে এখন সেটাই দেখার।
Comments are closed.