তৃণমূলকে ভোট না দিলে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করে দেওয়া হবে। প্রচারে এমনই হুমকি আমডাঙার ব্লক তৃণমূল সম্পাদক শেখ নুরুল মেইনের। এখানেই থামেননি ওই স্থানীয় তৃণমূল নেতা। ISF-সমর্থকদের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা ব্যানার্জির খাবে, পরবে, গান গাইবে না! প্রতিশোধ নেওয়া হবে। যাঁরা তৃণমূলকে ভোট দেবে না, তাঁদের স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড বন্ধ করে দেওয়া হবে। মন্তব্য নেতার।
তৃণমূল নেতার এই ভাষণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এধরনের ভাষণ নিয়ে রাজনৈতিক তরজা তৈরী হয়েছে।
সিপিএম নেতা তথা যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তৃণমূল নেতার ওই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, শুধু তৃণমূলের ছোট নেতারা না শীর্ষ স্থানীয় নেতারাও হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে। তাঁর অভিযোগ, তৃণমূল গণতন্ত্র নয় রাজ্যে রাজতন্ত্র চালাচ্ছে। সুজনের কটাক্ষ, দিদির উন্নয়নের জোয়ার নয়, বাংলায় ভাটা হচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.