মাসের শুরুতেই দাম বাড়লো রান্নার গ্যাসের, কলকাতায় নতুন দাম হল ১১২৯ টাকা

মাসের শুরুতেই বড় ধাক্কা সাধারণ মানুষের জন্য। দাম বাড়লো রান্নার গ্যাসের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১২৯ টাকা। তিন রাজ্যে বিধানসভা ভোট মিটতেই দাম বেড়ে গেল রান্নার গ্যাসের, এমনই অভিযোগ সাধারণ মানুষের।

রান্নার গ্যাসের পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ৩৫২ টাকা দাম বেড়েছে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। এই বছরের শুরুতে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এরপর ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। অন্যদিকে ২০২২ সালের ৬ জুলাই রান্নার গ্যাসের দাম বেড়েছিল। গত বছরই মে মাসে ভারতে রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গিয়েছিল। গত বছর ৭ মাসের মধ্যে ৪ বার দাম বেড়েছিল রান্নার গ্যাসের।

দাম বাড়ার পর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কলকাতায় ১১২৯ টাকা। মুম্বইতে দাম হয়েছে ১১০২.৫০ টাকা। দিল্লিতে দাম হয়েছে ১১০৩ টাকা। চেন্নাইতে দাম হয়েছে ১১৮০.৫০ টাকা।

দিল্লিতে বানিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২১১৯.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২০৭১.৫০ টাকা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২২১৯.৫০ টাকা। চেন্নাইতে দাম হয়েছে ২২৬৭.৫০ টাকা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সব কিছুর দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Comments are closed.