কী কারণে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা; সংসদে যা বললেন রেলমন্ত্রী

গত ২ জুন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা এখনও দেশবাসীর স্মৃতিতে টাটকা। কী কারণে দুর্ঘটনা তা নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। সিবিআইও তদন্ত করে কয়েকজনকে গ্রেফতার করেছে। ট্রেন দুর্ঘটনা নিয়ে এখনও সরগরম দেশের রাজনীতি। এই ভয়ঙ্কর দুর্ঘটনা কিতাবে ঘটল, এবার সংসদে তা জানাল কেন্দ্রীয় রেলমন্ত্রী। 

শুক্রবার রাজ্যসভায় রেলওয়ে সেফটি বোর্ডের রিপোর্ট উল্লেখ করে অশ্বিনী বৈষ্ণব জানান, মেরামতি কাজের সময় সিগন্যালিং সার্কিটে অদলবদল হয়ে যাওয়াই দুর্ঘটনার মূল কারণ। 

রেলওয়ে সেফটি বোর্ডের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বালেশ্বরে বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিং-এ রেল গেট পরিবর্তনলনের কাজ চলছিল। তখনই গেট সংলগ্ন সিগন্যালিং ব্যবস্থার সার্কিটে গণ্ডগোল হয়ে যায়, যেখান থেকেই এই ভয়াবহ দুর্ঘটনা। 

এদিকে এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত সিবিআই তিন রেলকর্মীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় তদন্তের গতি প্রকৃতি নিয়ে এখনও যৌথ কোনও বিবৃতি দেয়নি সিবিআই। 

Comments are closed.