ভয়াবহ দুর্ঘটনার পাঁচ দিন পর ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস। বুধবার শালিমার স্টেশন থেকে রওনা দেবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। রেল সূত্রে খবর, আগের মতোই বুধবার বেলা ৩.২০ নাগাদ শালিমার স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। যাবে দুর্ঘটনাস্থল সেই বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের ওপর দিয়েই। আগেই রুটেই চেন্নাই পৌছবে করমণ্ডল এক্সপ্রেস।
শুক্রবার বাহানগা স্টেশনের কাছেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনা ঘটে হামসফর এক্সপ্রেস এবং মালগাড়িরও। বলা হচ্ছে এখনও পর্যন্ত দেশের সবথেকে বড় রেল দুর্ঘটনা এটি। রেলের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনায় নিহতের সংখ্যাটা আরও বেশি। বাংলার বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারই কটকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, বাংলার ১০৩ জন এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শনিবার রাত থেকেই দুর্ঘটনাগ্রস্থ রেল লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে দিয়েছিল রেল। রবিবার রাত ১০.৪০-এ ডাউন লাইনে প্রথম পরীক্ষামূলকভাবে একটি মালগাড়ি চালায় রেল। এর কিচ্ছুক্ষণ পর আরও একটি মালগাড়ি চালানো হয়। সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে বাহানগা স্টেশন। ওই লাইনের ওপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসও পাস হয়। যদিও প্রতিটি ট্রেনেরই গতিবেগ ছিল ঘন্টায় ১০ থেকে ২০ কিমি। পাঁচ দিন পর ওই লাইনে ফের যাবে করমণ্ডল এক্সপ্রেস।
Comments are closed.