করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে ১০ সদস্যের কমিটি গড়েছিল রাজ্য সরকার। এই নিয়ে স্বাস্থ্য ভবনে এক দফার বৈঠকও হয়েছে। এবার সব জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
সূত্রের খবর, বৃহস্পতিবার বৈঠক থেকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনার পাশাপাশি ভ্যাকসিনেশন নিয়েও কথা হতে পারে।
নবান্ন সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন কি রকম হচ্ছে তা নিয়ে বৈঠকের পর নতুন করে কনটেনমেন্ট জোন করা হতে পারে কিছু জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে মেদিনীপুর এবং খড়্গপুর পৌর এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা মোটা হয়েছে। রাজ্যের কয়েকটি এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, সমগ্র রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
Comments are closed.