করোনার তৃতীয় ঢেউ সামলাতে তৎপর মোদী, বসছে ১৫০০ অক্সিজেন প্ল্যান্ট

করোনার দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে
তৃতীয় ঢেউ রুখতে বিশেষ ব্যবস্থা নিল মোদী সরকার। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব দূর করতে দেশে ১,৫০০টিরও বেশি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে। এই অক্সিজেন প্লান্টগুলি হাসপাতালে একসঙ্গে ৪ লক্ষ বেডে অক্সিজেন দিতে পারবে।

শুক্রবার অক্সিজেন সরবারাহ নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মোদী অক্সিজেনের ঘাটতি মেটাতে আধিকারিকদের তাড়াতাড়ি অক্সিজেন প্লান্টগুলি চালু করার নির্দেশ দিয়েছেন।

এদিনের এই বৈঠক পরিচালনা করেন মোদী নিজেই। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকেরা। তিনি বলেন, অক্সিজেন প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য হাসপাতাল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জানা গেছে, দেশের প্রায় ৮,০০০ জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য, দেশে করোনায় মৃতের হার নিম্নমুখী হলেও সংক্রমণের হার অব্যাহত। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ফের বেড়েছে।

Comments are closed.