আবার মাথাচাড়া দিচ্ছে করোনা। ৫ মাস পর দেশে পরপর ২ দিন কোভিড সংক্রমণ প্রায় ২ হাজার। বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। কয়েক দিন আগেই বিষয়টি নিয়ে কোভিড টাস্ক ফোর্সের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য গুলিকে চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০৫ জন। রবিবার আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৯০ জন। দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতি রাজ্যেই সতর্কতা অবলম্বনের জন্য বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে রমজান সহ নানা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন কোভিড অতিমারি নিয়ে সতর্ক থাকার কথা। বলেছেন, দেশে করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। তাই উৎসবের মরশুমে সবাইকে সাবধানতা অবলম্বনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
Comments are closed.