জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল পুরভোটের প্রক্রিয়া। রাজ্য নির্বাচন কমিশনের দীর্ঘ বৈঠকের পর কমিশনার সৌরভ দাস জানান, আপাতত পুরভোট নয়। ১৫ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর।
শাসকদল আগেই বলেছিল, করোনাভাইরাসকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে পুরভোট এখন করা সম্ভব নয়। বিজেপিও একই কথা বলেছিল। বাম, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলেরও মনোভাব মোটের উপর একই ছিল। এতদিন পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। সোমবার কমিশন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সর্বদল বৈঠক করে। সেই বৈঠকেও কমিশন জানিয়ে দেয়, পুরভোটের প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে। ৩০ মার্চ ফের বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করবে কমিশন। তারপর ভোটের দিনক্ষণ নিয়ে কথা হবে। ইতিমধ্যে কমিশন রাজ্য সরকারের সঙ্গেও কথা বলবে। বৈঠকে শাসক-বিরোধী উভয় তরফেই কমিশনকে এখন ভোট না করার আর্জি জানানো হয়।
Comments are closed.