করোনার দ্বিতীয় ঢেউয়ে হাহাকার দেশে। এই প্রেক্ষিতে ছাত্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার থেকেই বন্ধ রাজ্যের সব স্কুল। এগিয়ে আনা হল গরমের ছুটিও। স্কুলে আসতে হবে না শিক্ষকদেরও। খবর নবান্ন সূত্রে।
দেশে ফের রেকর্ড সংক্রমণ। দৈনিক মৃত্যুতেও নতুন রেকর্ড। রাজ্যে দৈনিক সংক্রমণ পেরিয়ে গিয়েছে ৮ হাজারের সীমা। দেশজুড়ে অক্সিজেন, বেড, রেমডেসিভিড়ের আকাল। সবমিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা দেশে।
Comments are closed.