বাড়িতে বসেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, গাইডলাইন প্রকাশ করল ICMR
বুধবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)
এবার বাড়িতে বসেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা যাবে। বুধবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)।
কীভাবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিট ব্যবহার করবেন সেই বিষয়ে একটি গাইডলাইন প্ৰকাশ করেছে ICMR।
এ ক্ষেত্রে যাঁদের শরীরে করোনার লক্ষণ আছে এবং যাঁরা কোভিড পজিটিভ রোগীদের সংস্পর্শে এসেছেন তাঁরাই বাড়িতে কিটের সাহায্যে কোভিড পরীক্ষা করাতে পারবেন। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যাঁদের নেগেটিভ রিপোর্ট আসবে কিন্তু লক্ষণ রয়েছে, তাঁদের RT PCR টেস্ট করানোর পরামর্শ দিয়েছে ICMR।
কোভিসেল্ফটিএম (প্যাথোক্যাচ) নামে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিট পুণের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড তৈরি করেছে। এর মাধ্যমে কীভাবে পরীক্ষা করতে হবে, তা জানানো হয়েছে মোবাইল অ্যাপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে সেই অ্যাপ পাওয়া যাবে বলে জানিয়েছে ICMR।
টেস্ট করানোর পর টেস্ট স্ট্রিপের একটি ছবি তুলে রাখতে বলা হয়েছে। এই সংক্রান্ত সব তথ্য চলে যাবে সার্ভারে। যা ICMR-এর কোভিড-১৯ পোর্টালের সঙ্গে যুক্ত। সেইসব তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে।
ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা। এই অবস্থায় এত টেস্ট করা সম্ভব হচ্ছে না। ভারতে রোজ ৩৩ লক্ষ মানুষের কোভিড টেস্ট করানোর ক্ষমতা আছে। কিন্তু গড় হিসেবে প্রতিদিন ১৮ লক্ষ বেশি মানুষের কোভিড টেস্ট হচ্ছে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে ১০ লক্ষের বেশি মানুষ কোভিড টেস্ট করছেন।
শেষ ২৪ ঘণ্টায় ভারতে ২.৬৭ লক্ষ কোভিড পজিটিভ হয়েছেন। ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২.৫৪ কোটি।
Comments are closed.