টিকা নিয়েও সংক্রমিত মনমোহন সিংহ, এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী

করোনা সংক্রমিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ। সোমবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৮৮ বছরের মনমোহন সিংহের। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে।

করোনার টিকা নেওয়া ছিল তাঁর কিন্তু এরপরেও করোনা সংক্রমিত হলেন তিনি।

প্রাক্তন প্রধানমন্ত্রীর কোভিড পজিটিভ হওয়ার পরই টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি মনমোহন সিংহের দ্রুত আরোগ্য কামনা করেন।

দেশজুড়ে যখন বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিয়ে চিঠি লিখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই চিঠিতে পাঁচটি পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু বিতর্ক শুরু হয় সেই চিঠির উত্তর নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন চিঠিতে লেখেন, আপনি দয়া করে যা পরামর্শ দেওয়ার সেটা কংগ্রেসকে দিন, কেন্দ্রকে না!

Comments are closed.