ডায়মন্ডহারবারে কোভিড পজিটিভিটি রেট কমে ১% নীচে, ধন্যবাদ অভিষেক ব্যানার্জির

ডায়মন্ডহারবারে কোভিড পজিটিভিটি রেট কমে১% নীচে। সংক্রমণ কম হওয়ায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

সোমবারের হেলথ রিপোর্ট অনুযায়ী ডায়মন্ডহারবারে কোভিড পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬০৮ জনের। এরমধ্যে পজিটিভ মাত্র ১৪৭ জন অর্থাৎ পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে দশমিক ৭৯ শতাংশ। জা এখনও পর্যন্ত রেকর্ড।

কোভিডে ‘ডায়মন্ডহারবার মডেল’ এখন গোটা দেশের কাছে নজর কেড়েছে। কোভিড নিয়ন্ত্রণে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। বাজারে গেলে দুটি করে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সপ্তাহে ২ থেকে ৩ দিন বাজারগুলি বন্ধ রাখা হচ্ছে।
নমুনা পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি, ডক্টর অন হুইলস থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর ব্যক্তিগত মত প্রকাশ করে জানিয়েছিলেন, বাংলার যা পরিস্থিতি তাতে আগামী কিছুদিন কোনওরকম জমায়েত, খেলা-মেলা বন্ধ রাখা উচিত। বলেছিলেন, এখন মেলা, খেলা, ভোট সব বন্ধ রাখা উচিত। দু‌মাস সব বন্ধ রাখা উচিত। মানুষ বাঁচলে আমরা বাঁচব”। এমনকী, নিজের সংসদীয় এলাকাতেও যেকোনও মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছেন অভিষেক।

Comments are closed.