করোনার চতুর্থ ঢেউ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তার ইঙ্গিত দিচ্ছে দৈনিক সংক্রমণের রিপোর্ট। দৈনিক সংক্রমণ ২০ হাজারের পথে। একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৫,১১৬।
এই পরিস্থিতিতে বুস্টার ডোজ আর শিশুদের টিকাকরণের দিকে হির দেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। তাঁদের মতে শিশুদের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে কবিদ সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,৪২৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
উল্লেখ্য, মার্চ মাসের পর থেকেই রাজ্যে কমতে শুরু করেছিল করোনা সংক্রমণ। কিন্তু, ফের রাজ্যজুড়ে ফের চোখ রাঙাচ্ছে কোভিড। রাজ্যে কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে আছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড সংক্রমিতের সংখ্যা ৫৮৯ জন। দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা, সংক্রমিতের সংখ্যা ৩৮৮ জন।
Comments are closed.