সরি, বুঝতে পারিনি করোনার ওষুধ! রাতে চুরি, সকালেই ফেরত হরিয়ানার হাসপাতালের ১৭০০ টিকা

চুরির পর ১২ ঘন্টাও কাটেনি। করোনা ভ্যাকসিন ফেরত দিল চোর! সঙ্গে রেখে গেল একটি চিরকুট। সেখানে লেখা, সরি আমি জানতাম না ওটা করোনা ভ্যাকসিন। তাই ফেরত দিলাম। ঘটনাস্থল হরিয়ানার জিন্দ জেলা।

চোরকে শনাক্ত করার পাশাপাশি হাসপাতালের স্টোররুম থেকে কীভাবে চুরি গেল করোনা ভ্যাকসিন, চলছে তদন্ত।

জানা গিয়েছে, চোর সিভিল লাইন্স থানার বাইরে চায়ের দোকানে একজনকে ভ্যাকসিন ভর্তি ব্যাগ ফেরত দেয়। পুলিশের অনুমান চোর ভ্যাকসিনগুলি করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভির মনে করে চুরি করেছিল।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। হরিয়ানার জিন্দ সিভিল হাসপাতালের এক কর্মী দেখেন ১ হাজার ২৭০ টি কোভিশিল্ড এবং ৪৪০ টি কোভ্যাক্সিনের ডোজ চুরি গেছে। ভ্যাকসিন ছাড়া হাসপাতাল থেকে আর কোনও ওষুধ চুরি যায়নি বলে জানিয়েছিলেন হাসপাতালের ওই কর্মী।

Comments are closed.