কোনও বাহিনী দিয়েই ভোট করিয়ে লাভ নেই, কেন্দ্র-রাজ্যকে একত্রে কটাক্ষ সুজন চক্রবর্তীর 

বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর জোরদার দাবি তুলেছেন। আর বৃহস্পতিবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে আক্রমণ শানিয়েছেন। তাঁর কথায়, কেন্দ্র ও রাজ্যের সরকার শান্তিপূর্ণ ভোট করাতে না চাইলে কোনও বাহিনী দিয়েই ভোট করে কোনও লাভ নেই। 

সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রাজ্য পুলিশ শান্তিপূর্ণ ভোট করতে ব্যর্থ। রাজ্য প্রশাসনের উপর তাঁদের কোনও ভরসা নেই। এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। উল্টে বাহিনীর কারণেই ভোটে অশান্তি ছড়িয়েছে। শীতলকুচির উদাহরণ দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় রাজ্যবাসী আতঙ্কিত। ভোট বাক্সেও তার প্রভাব পড়েছে। সুজনের অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে সন্ত্রস্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। 

সব ঠিক থাকলে ডিসেম্বরেই পুরভোট হতে চলেছে। আলিমুদ্দিন সূত্রে খবর, ডিসেম্বরেই পুরভোট হচ্ছে এমনটা ধরে নিয়েই প্রস্তুতিতে ঝাঁপাচ্ছে সিপিএম। শুক্রবার থেকে দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে। বৈঠক শেষে হলেই পুরভোট নিয়ে পরিকল্পনা শুরু করবে বামফ্রন্ট, এমনটাই খবর। 

Comments are closed.