দলের সর্বক্ষণের কর্মীদের ভাতা দেয় সিপিএম। জানা গিয়েছে, অবসরের পর সদস্যদের পেনশনও দিতে চায় তারা। এই মর্মে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির প্রস্তাব মেনে ইতিমধ্যেই কেরলে সর্বক্ষণের কর্মীদের জন্য পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি রাজ্যগুলিতেও আলোচনা শুরু হয়েছে।
কেরল সিপিএমের তরফে জানানো হয়েছে, যে সকল কমরেডরা দলের নিয়ম মেনে ৭৫ বছর বয়সের পর অবসর নেবেন, তাঁদের পেনশন দেওয়া হবে। পাশাপাশি তাঁদের চিকিৎসার দায়িত্বও দল নেবে। ইতিমধ্যেই প্রত্যেক জেলা কমিটিকে এই বাবদ তহবিল প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে রাজ্য অনুযায়ী এই পেশনের পরিমাণ আলাদা হতে পারে। সিপিএম সূত্রে খবর, যেহেতু প্রতিটি রাজ্যে পার্টির আর্থিক অবস্থা এক নয়, সে দিন থেকে রাজ্য অনুযায়ী টাকার অঙ্ক আলাদা হবে।
কেন্দ্রীয় কমিটির প্রস্তাব মেনে, পশ্চিমবঙ্গেও দলের সর্বক্ষণের কর্মীদের পেনশন দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে আলিমুদ্দিনে।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বাংলায় কার্যত মুখ থুবড়ে পড়েছে সিপিএম। যদিও সম্প্রতি উপনির্বাচনে চার কেন্দ্রে সিপিএমের ভোটের শতাংস বেশ কিছুটা বেড়েছে। এই আবহে সিপিএমের এই সিন্ধান্তে নীচু তলার কর্মীরাও মনোবল ফিরে পাবেন, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
Comments are closed.