আছড়ে পড়ল ঘূর্ণিঝড় যশ, ওড়িশার ধামরা এবং বালেশ্বরের মাঝে সকাল সওয়া ৯ টা থেকে সাইক্লোনের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। গোটা প্রক্রিয়া শেষ হতে ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
দেখে নিন এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ
এদিকে ভোররাত থেকেই উত্তাল সমুদ্র। দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুরে সমুদ্রে জলোচ্ছ্বাস। গার্ড ওয়াল উপচে হুহু করে নোনা জল ঢুকছে গ্রামে, শহরে। স্থানীয় মানুষ জানাচ্ছেন, সমুদ্রের এমন ভয়াল রূপ জীবনে দেখেননি তাঁরা।
সাড়ে ১১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২০ হাজার বাড়ি ইতিমধ্যেই ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরে ভেঙ্গেছে নদী বাঁধ। দক্ষিণ ২৪ পরগনায় গোসাবা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নেমেছে সেনা। নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.