DA বাড়ল ৩ শতাংশ, বাজেটে ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের 

রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য আরও ৩ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার। ২০২৩-২৪ বাজেটে এ কথা ঘোষণা করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

এদিন বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, এবারের বাজেট কর্মসংস্থানমুখী বাজেট। সেই সঙ্গে এদিন বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

২০২৩-২৪ এর বাজেটে, রাজ্যের উল্লেখযোগ্য ঘোষণাগুলি এক নজরে দেখে নেওয়া যাক… 

-গাড়ি-বাড়ি ক্রয়ের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরল ৬ মাস বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। 

-বিধায়ক উন্নয়ন তহবিলে বরাদ্দ টাকা ৬০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ করা হয়েছে। এই খাতে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

-রাস্তাশ্রী প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। 

-ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় রাজ্যের ১৮-৪৫ বছর বয়সী রাজ্যের ২ লক্ষ যুবক-যুবতী ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। 

-লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্যও এদিন বড়সড় ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী। লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্য ভাতা পাবেন। তার জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। 

এছাড়াও চামড়া শিল্পে,তথ্য প্রযুক্তি শিল্পে ব্যাপক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের প্রকল্পগুলো থেকে কত মানুষ উপকৃত হয়েছেন, এদিন সে খতিয়ানও তুলে ধরেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। 

Comments are closed.