চিন্তা বাড়াচ্ছে কোভিডের চোখ রাঙানি। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। বুধবার কোভিড সংক্রমিতের সংখ্য ছিল ৭ হাজার ৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণের সংখ্যা। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন।
২০২১-২২ সালে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়েছিল। এরপর করোনার এই বাড়বাড়ন্তের পর প্রশ্ন উঠছে তবে এবার কি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে। যদিও স্বস্তি দিচ্ছে করোনায় সুস্থতার হার। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। এই অবস্থায় কোভিডের হাত থেকে বাঁচতে টিকাকরণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মাস্ক পড়া ও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার কথাও বলছেন চিকিৎসকরা। কোনও কোনও চিকিৎসকের মতে করোনার চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা কম। কারণ দেশের বেশিরভাগ মানুষের করোনার বুস্টার টিকা নেওয়া হয়ে গিয়েছে। আর যাঁরা বুস্টার টিকা নেননি তাঁরা করোনার দুটি টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট সেইভাবে মারাত্মক নয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, সোমবার মক ড্রিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে হাসপাতালগুলিতে চলছে মক ড্রিল। মক ড্রিলের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। এর মধ্যে রয়েছে উত্তর-পূর্বের সিকিম ও দক্ষিণের পুদুচেরি। কোভিডের বাড়বাড়ন্ত হতেই অন্তঃসত্ত্বাদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে কেরল সরকার। বিদেশ ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরেই কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার।
Comments are closed.