যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে ডেভিড বেকহ্যাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চাইলেন সাহায্য
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খারকিভের প্রসুতি কেন্দ্রের এক চিকিৎসকের হাতে তুলে দিলেন ডেভিড বেকহ্যাম
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন ফুটবলার ডেভিড বেকহ্যাম। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে সাহায্য চাইছেন তিনি। ইংল্যান্ডের এই ফুটবলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউক্রেনের এক চিকিৎসকের হাতে তুলে দিয়েছেন তিনি। যিনি সেই দেশে একটি প্রসব কেন্দ্রের প্রধান। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সন্তান সম্ভবা মায়েদের সন্তানের জন্ম দিতে সাহায্য করছেন তিনি।
বেকহ্যাম নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, আমি আমার এই সোশ্যাল অ্যাকাউন্ট ইউক্রেনের খারকিভের প্রসব কেন্দ্রের প্রধান আইরিনার কাছে দিয়ে দিচ্ছি। তিনি সেখানে মায়েদের সন্তানের জন্ম দিতে সাহায্য করছেন। ইউক্রেনের জীবন বাঁচানোর জন্য আইরিনা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছেন তা জানতে একটি লিঙ্ক শেয়ার করেছেন তিনি। লিখেছেন, আইরিনার মতোন স্বাস্থ্যকর্মীদের সামর্থ মতন সাহায্য করুন।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করার পর ইউক্রেনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ক্রীড়াজগতের অনেকে। অনেকে আবার খেলার মাঠ ছেড়ে যুদ্ধক্ষেত্রে নেমেছেন। সেই তালিকায় এ বার যোগ হল ডেভিড বেকহ্যামের নাম।
Comments are closed.