প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। কোভিড পরবর্তী অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৫ বছরের এই সাহিত্যিকের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সাহিত্যমহল।
এপ্রিল মাসে কোভিড পজিটিভ আসে তাঁর। হাসপাতালে ৩৩ দিন করোনার সঙ্গে লড়াই চালানোর পর বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু কোভিড পরবর্তী বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল তাঁর শরীরে।শ্বাসকষ্ট ছাড়াও মূত্রনালীতে সমস্যা হয়েছিল। লিভার ও কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। রবিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
সাহিত্যিকের লেখা ‘জঙ্গল মহল’, ‘বাবলি’, ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘হলুদ বসন্ত’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘কুমুদিনী’, ‘খেলা যখন’, ‘চানঘরে গান’ সাহিত্যজগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
কিশোর সাহিত্যে তাঁর সৃষ্টি ‘ঋজুদা’ ‘ঋভু’র মতো চরিত্র চিরস্মরনীয়।
‘হলুদ বসন্ত’ উপন্যাসের জন্য ১৯৭৬ সালে তিনি পান আনন্দ পুরস্কার। ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্ম বুদ্ধদেব গুহর। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করা বুদ্ধদেব বাবু পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্যের একটি যুগের অবসান ঘটল।
Comments are closed.