মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হলেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখার্জি। কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের কিংবদন্তি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কোভিড থেকে সেরে ওঠার পর কী যে হল, খুব খারাপ লাগছে, জানিয়েছেন মমতা ব্যানার্জি।
১৯৩১ সালের ৪ অক্টোবর কলকাতার ঢাকুরিয়া এলাকায় জন্ম সন্ধ্যা মুখার্জির। ৬ ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগী ছিলেন। মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরু করেন সন্ধ্যা মুখার্জি। জানুয়ারির শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখার্জি। প্রথমে এসএসকেএম হাসপাতলে ভর্তি করা হয় তাঁকে। সেখানে পরীক্ষা করালে করোনা ধরা পড়ে গীতশ্রীর। তাঁকে ভর্তি করা একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই মারা যান শিল্পী।।
Comments are closed.