প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। কুলুর দোভি এলাকায় প্যারাগ্লাইডিং করার সময় ১০০ ফুট ওপর থেকে নীচে পড়ে যান তিনি। ৩০ বছরের ওই ব্যক্তির নাম সঞ্জয় শাহ। তিনি মহারাষ্ট্রের সাতারা এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এই ঘটনায় তাঁর মৃত্যু হলেও সুরক্ষিত রয়েছেন পাইলট।
কুল্লু পুলিশ সুপার গুরুদেব শর্মা জানিয়েছেন, রবিবার জানা যায়, দোভি এলাকায় প্যারাগ্লাইডিং করার সময় ওপর থেকে পড়ে যান এক ব্যক্তি। তিনি আরও জানান, এই ঘটনায় ৩৩৬ ও ৩০৪-এ ধারায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
প্যারাগ্লাইডিং করতে গিয়ে হিমাচলপ্রদেশে এর আগেও প্রাণ হারিয়েছেন অনেকে। হিমাচলের বির বিলিং প্যারাগ্লাইডিং সাইটের কাছে বেঙ্গালুরু থেকে আসা এক ১২ বছর বয়সী ছেলের মৃত্যুর পর এই বছরের জানুয়ারিতে হিমাচল প্রদেশ হাইকোর্ট ওই রাজ্যে প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সাইটগুলি ঘুরে দেখার জন্য আদালত একটি কমিটি তৈরি করে। দেখা যায় এইসব অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সাইটগুলি চালাতে বেশিরভাগ অপারেটর সুরক্ষাবিধি ঠিকমতন মানে না। এপ্রিল মাসে যাঁরা সব সুরক্ষাবিধি মেনে এই সাইটগুলি চালাচ্ছে, তাঁদেরকে শুধুমাত্র অনুমতি দেওয়া হয়। এরপরেও কীভাবে দুর্ঘটনা হল খতিয়ে দেখছে পুলিশ।
Comments are closed.