তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জানা গিয়েছে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজার। এখনও চলছে উদ্ধারকাজ। কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগ মানুষই মারা গিয়েছেন। এই সময় দুই দেশই চলছে প্রবল শৈত্যপ্রবাহ। চলছে তুষারপাত। এরমধ্যেই চলছে উদ্ধার কাজ।
শুধুমাত্র তুরস্কতেই মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জন। সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। শুধুমাত্র তুরস্কতেই ভেঙে পড়েছে আড়াই লক্ষের বেশি বাড়ি। সিরিয়াতেও অন্তত ৫০ হাজার বাড়ি ভেঙে পড়েছে। বিশ্বের প্রায় সমস্ত দেশ ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে। ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারতও।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্র ছিল ৭.৮। এরপর হয় পরপর আফটার শক।
ভূমিকম্পের ফলে দুই দেশে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপে চাপা পড়েন বহু মানুষ।
Comments are closed.