‘২৪’এর আগেই এটা বিজেপিকে হারানোর অনেক বড় সুযোগ; কেজরিওয়ালকে পাশে নিয়ে ফের বিরোধী জোট নিয়ে বার্তা তৃণমূল নেত্রীর 

দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্র একটি অর্ডিন্যান্স আনছে। তার বিরুদ্ধে সমর্থন চাইতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সেই বৈঠকের শেষে বিজেপি বিরোধী জোট নিয়ে বড়সড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিম। দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে মমতা ব্যানার্জি বলেন, ২৪-এর আগেই বিজেপিকে রাজ্য সভায় হারানোর এটা একটা সুযোগ এসেছে। কিন্তু তার জন্য বিরোধীদের জোট বাঁধতে হবে। 

বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রের এই অর্ডিন্যান্স-এর বিরুদ্ধে সব বিরোধী দলগুলোকে এক ছাতার আসতে হবে। এই ইস্যুকে সামনে রেখে বিরোধীরা এক হয়ে লড়াই করলে ২০২৪-এর লোকসভা ভোটের আগেই রাজ্যসভায় বিজেপিকে হারানো সম্ভব হবে। এখানেই না থেমে আক্রমণের সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে তাঁরা এই অর্ডিন্যান্স-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এবং দেশের শীর্ষ আদালতের কাছে বিচার প্রার্থনা করবেন। 

মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং অন্যান্য শীর্ষ স্থানীয় আপ নেতাদের সঙ্গে নিয়ে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। 

Comments are closed.