নির্ভয়া কাণ্ডে দোষীদের হাতে আর এক সপ্তাহ সময়। এই সাতদিনের মধ্যে সমস্ত আইনি সংস্থান ব্যবহার করে ফেলতে হবে দিল্লির গণধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে। জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট।
বিভিন্নভাবে নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জন ফাঁসি কার্যকর পিছিয়ে যাচ্ছিল। এরই বিরুদ্ধে আদালতে যায় কেন্দ্র। সেই মামলাতেই দিল্লি হাইকোর্ট বুধবার এই নির্দেশ শুরু দিয়েছে। এদিকে আদালত সময়সীমা বেঁধে দেওয়ায় খুশি নির্ভয়ার পরিবার।
২০১২ সালে দিল্লির রাস্তায় একটি চলন্ত বাসের মধ্যে প্যারা মেডিক্যালের পড়ুয়াকে প্রথম গণধর্ষণ এবং পরে নৃশংসভাবে খুন করা হয়। যে ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এই মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেয় আদালত। ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল তাদের। কিন্তু বিভিন্নভাবে পিছিয়ে যেতে থাকে ফাঁসির দিনক্ষণ। শেষপর্যন্ত দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। সেই মামলাতেই দোষীদের সমস্ত আইনি সংস্থান খতিয়ে দেখে তা ব্যবহারে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। তারপরই শুরু হয়ে যাবে ফাঁসির প্রক্রিয়া।
Comments are closed.