সুশান্তের বাবার স্থগিতাদেশের আবেদন খারিজ করে, সুশান্তের জীবনী নিয়ে ছবি মুক্তির ছাড়পত্র দিল্লি হাইকোর্টের
বাবা চাননি ছেলের জীবন নিয়ে আর কাটাছেঁড়া হোক। তাই গত এপ্রিল মাসে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন সুশান্ত-পিতা কৃষ্ণ কিশোর সিং। আবেদনে বলে হয়েছিল, সুশান্তের জীবনী বা মৃত্যু নিয়ে যাতে কোনও ছবি প্রকাশিত না হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে জানানো হল, যথাসময়েই মুক্তি পাবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি সিনেমা।
গত বছর ১৪ জুন প্রাণ হারিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু তাঁর রহস্য জনক মৃত্যুর এখনও কোনও কূল-কিনারা হয়নি। বিশিষ্ট অভিনেতার মৃত্যুকে সিনেমার প্লট করে তৈরি হয়েছে সিনেমা, ন্যায়: দ্য জাস্টিস। সেই ছবিটি মুক্তি পাবে ১১ জুন। তাতেই ছাড়পত্র দিল দিল্লি হাইকোর্ট।
সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কিশোর সিং দাবি করেছিলেন, পরিবারের সম্মতি না নিয়েই ছবিটি শুটিং করা হয়েছে। এবং সেই ছবিতে তাঁর আত্মহত্যাও দেখানো হয়েছে। একাধিক অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে ছবির মুক্তিতে স্থগিতাদেশ বসানোর আর্জি জানিয়েছিলেন সুশান্তের বাবা। কিন্তু সেই স্থগিতাদেশ খারিজ করে দিয়ে ছবির মুক্তির জন্য সবুজ সঙ্কেত দিয়েছে বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চ।
সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁর জীবন নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন অনেকেই। ন্যায়: দ্য জাস্টিস ছাড়াও সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে ‘সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াজ লস্ট’, ‘শশাঙ্ক’ এমন বেশ কিছু ছবির প্লট লেখা হয়েছিল বলে গুঞ্জন বলিপাড়ায়।
উল্লেখ, জুন মাসের ১৪ তারিখ সুশান্ত সিং রাজপুতকে মুম্বইয়ের বান্দ্রারের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে বিহার ও মুম্বই পুলিশের মধ্যে মতভেদ দেখা যায়। ঘটনার তদন্ত করে সিবিআই-ইডি ও নারকোটিকস বোর্ডও। গত মাসে সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে ড্রাস স্মাগলিংয়ের অপরাধে গ্রেফতার করেছে নারকোটিকস বোর্ড।
Comments are closed.