নতুনভাবে সেজে উঠেছে দিল্লির রাজপথ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই রাস্তার নাম হয়েছে কর্তব্য পথ। বৃহস্পতিবার এই রাস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই রাস্তার পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইটের মূর্তি উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে এই রাস্তার নয়া নামকরণ করা হয়েছে।
ব্রিটিশ আমলে এই রাস্তার নাম ছিল কিংস ওয়ে। এরপর নাম হয় রাজপথ। রাজপথের নাম পাল্টে হল কর্তব্য পথ। বুধবার সকালে এই নিয়ে বৈঠক করে নয়া দিল্লি পৌরসভা পরিষদ। দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক কুলজিৎ সিংহ চাহাল টুইটারে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। এদিন সন্ধ্যে ৭ টা নাগাদ ২৮ ফুটের গ্রানাইট মূর্তির উদ্বোধন করবেন মোদী। এর আগেই ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিনকে পরাক্রম দিবস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এদিন ইন্ডিয়া গেট এলাকা পুরো ঘুরে দেখবেন মোদী। এদিন সন্ধ্যায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে দেখানো হবে কিংস ওয়ে থেকে কর্তব্য পথ হয়ে ওঠার কাহিনী।
উল্লেখ্য, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নয়াদিল্লিতে ভারতের এই প্রশাসনিক এলাকা বদলে গিয়েছে অনেকটা৷ নতুন প্রকল্পের ফলে একে বারে অন্যরকম ভাবে সেজে উঠেছে রাজধানী৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ঢেলে সাজানো হয়েছে দিল্লির রাজপথকে। নাম বদলে গিয়েছে। পুরো এলাকা জুড়ে খাবারের জন্য রাখা হয়েছে নতুন কিয়স্ক। কিয়স্কে রাখা থাকবে নানান স্বাদের খাবার। নতুন আলো দিয়ে সাজানো হয়েছে এলাকা। রাজপথের পাশাপাশি মোট ৩.৯০ লক্ষ স্কোয়্যার কিলোমিটার এলাকা ঢেকে ফেলা হয়েছে সবুজ ঘাসে৷ লাল গ্রানাইটের রাস্তা তৈরি হয়েছে মোট ১৫.৫ কিলোমিটার জুড়ে৷
Comments are closed.