কলকাতার আকাশেও এবার ড্রোনে-ডেলিভারি; অনুমতি মিলেছে এটিসি-র 

বিদেশ তো বটেই দেশেরও কয়েকটি শহরে ড্রোন মারফত জরুরী সামগ্রীর হোম ডেলিভারি শুরু হয়েছে। সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যেও উঠে এসেছিল ড্রোনের মাধ্যমে হোম ডেলিভারির কথা। দেশের যে শহরগুলোতে ড্রোন পরিষেবা শুরু হয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতা। জানা গিয়েছে, দিল্লির একটি সংস্থা কলকাতায় ড্রোনের মাধ্যমে ডেলিভারি শুরু করতে চলেছে। ইতিমধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি অনুমতি দিয়েছে ওই সংস্থাকে।

জানা গিয়েছে, অনুমতি পাওয়ার পর, সম্প্রতি পরীক্ষা মূলকভাবে কলকাতার আকাশে ড্রোন উড়িয়ে ডেলিভারি করেছে ওই সংস্থা। হাওড়া থেকে কলকাতা সাত দিন এই ট্রায়াল রান হয়েছে বলে সংস্থার তরফে জানা গিয়েছে। নবান্ন, ফোর্ট উইলিয়াম সহ শহরের বেশ কিছু জায়গা নো-ফ্লাই জোন হিসেবে চিহ্নিত করেছে এটিসি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই কলকাতায় ৬০ মিটার পর্যন্ত এবং হাওড়ার ১২০ মিটার পর্যন্ত ফ্লাইয়ের অনুমতি দিয়েছে এটিসি। ড্রোন পরিষেবার জন্য কলকাতা বিমান বন্দরে একটি আলাদা সেল চালু করেছে এটিসি। ড্রোন ওড়ানোর অনুমতির জন্য ওই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments are closed.