পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ও দুই কেন্দ্রে নির্বাচন করানোর দাবি নিয়ে ফের দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে দরবার করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ঘাসফুল সূত্রে খবর, বৃহস্পতিবার পাঁচ সদস্যের প্রতিনিধি দল দুপুর তিনটে নাগাদ কমিশনের অফিসে যাবেন।
৫ জনের প্রতিনিধি দলে রয়েছেন, সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, মহুয়া মিত্র, সাজদা বেগম এবং নব নির্বাচিত রাজ্যসভার সাংসদ জহর সরকার। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কোভিড পরস্থিতি মেনে নির্বাচন করানোর পরিকাঠম রয়েছে, কমিশনের কর্তাদের কাছে এমনটাই দাবি করবেন তৃণমূল সাংসদরা।
এর আগেও সাত কেন্দ্রে দ্রুত নির্বাচন করানোর দাবি নিয়ে ১৫ জুলাই কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। এরপর ৬ আগস্ট একই দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয় তাঁরা। তারপরেও ভোট করানো নিয়ে কোনও তৎপরতা দেখা যায়নি। তাই ফের একই দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক দল।
বিজেপির তরফে পাল্টা পুরসভার নির্বাচন প্রসঙ্গ টেনে আনা হয়েছে। গেরুয়া শিবিরের কটাক্ষ, রাজ্যে এতগুলো পুরসভার নির্বাচন বাকি রয়েছে। সেদিকে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। তিনি আরও বলেন, রাজ্যে স্কুল-কলেজ লোকাল ট্রেন বন্ধ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগে সেগুলো খুলে দেওয়া হোক।
উল্লেখ্য, ৫ নভেম্বরের মধ্যে কোনও একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তাঁর ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ার সম্ভবনা রয়েছে। ভবানীপুর বাদেও শান্তিপুর, দিনহাটা, খড়দা, গোসাব কেন্দ্রে উপিনির্নাচন রয়েছে। এছাড়াও নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন বাকি রয়েছে
Comments are closed.