পুজোর আগে রাজ্যে ফের ডেঙ্গি মৃত্যু। মৃত্যু হল হাওড়ার বাসিন্দা কল্পনা দের। বয়স হয়েছিল ৭৪ বছর। বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা ছিলেন কল্পনা দে। ২৫ তারিখ রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার। বালি পুর এলাকায় এই নিয়ে নিয়ে ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু হল। অন্যদিকে কলকাতাতেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। নাম অঞ্জলি চক্রবর্তী। এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক নববধূর। জানা গিয়েছে, ওই বধূর নাম মৌমিতা ভট্টাচার্য। বয়স ২৬। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন মৌমিতা। এরপর চিকিৎকদের পরামর্শ অনুযায়ী তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হয়। গত ২৪ সেপ্টেম্বর জানা যায় ডেঙ্গি হয়েছে তাঁর। তাঁকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই মৃত্যু হয় মৌমিতার। তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার।
Comments are closed.