লাইনচ্যুত হয়ে স্টেশনের যাত্রীদের প্রতিক্ষালয়ের মধ্যে মালগাড়ি। ওড়িশার ঘটনায় মৃত্যু কমপক্ষে ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার সকালে ওড়িশার জাজপুরের কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। মালগাড়িটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এই দুর্ঘটনার সময় স্টেশনে ২০ জনের বেশি যাত্রী দাঁড়িয়েছিলেন। এই ঘটনার পর কিছু ট্রেন বাতিল করা হয়। শালিমার থেকে দুটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। বাতিল করা হয়েছে, শালিমার পুরী ধউলি এক্সপ্রেস ও শালিমার হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস. হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার পুরী এক্সপ্রেস, শালিমার হায়দ্রাবাদ এক্সপ্রেস, কটক ভদ্রক কটক প্যাসেঞ্জার স্পেশ্যাল, ভুবনেশ্বর ব্রহ্মপুর ভুবনেশ্বর প্যাসেঞ্জার স্পেশাল, ভুবনেশ্বর বালাসোর প্যাসেঞ্জার স্পেশাল।
অন্যদিকে ধর্মীয় শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে বিহারের বৈশালিতে ৮ শিশুকে পিষে দিল একটি ট্রাক। ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন আচমকা এক ট্রাক পিষে দেয় অনেককে। এই ঘটনায় মহিলা শিশু সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক। ইতিমধ্যেই ওই ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
Comments are closed.