শনিবার, হঠাৎ করেই প্রযোজক রানা সরকারের টুইট। দেব-শুভশ্রীর “ধুমকেতু” নিয়ে একটি পোস্ট শেয়ার করলেন। প্রযোজকের টুইট প্রকাশ পেতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়।
We met…very cordial meeting with @idevadhikari initiated and mentored by @iammony…everything is going positive….wait for some good news very soon….Joy Jagannath🙏
#Dhumketu #Update pic.twitter.com/b76SwiUZqO— Rana Sarkar (@RanaSarkar) February 13, 2021
ধুমকেতুর একটি পোস্টার টুইটারে শেয়ার করে প্রযোজক লিখলেন, “আমার সঙ্গে দেব এবং SVF-র কর্ণধার মহেন্দ্র সোনির খুবই আন্তরিক একটা কথোপকথন হয়েছে। সবকিছুই ইতিবাচক হয়েছে। খুূব শীঘ্রই একটা ভালো খবরের জন্য অপেক্ষা করুন। জয় জগন্নাথ।” প্রযোজকের কাছে “ধুমকেতু” মুক্তির উচ্ছ্বাস সিনেমাপ্রেমীদের মধ্যেও সাড়া ফেলেছে।
— Dev (@idevadhikari) February 13, 2021
গতকাল রানা সরকারের করা টুইটটি সাংসদ অভিনেতা দেবও তার টুইটারের দেওয়ালে শেয়ার করেন।
প্রায় চার বছর আগে দেব-শুভশ্রীর জুটি নিয়ে তৈরি করা হয়েছিল “ধুমকেতু”। তার পর বিভিন্ন কারণে সেই ছবি দর্শক মহলে মুক্তি পায়নি। অবশেষে বাক্সবন্দি দশা কাটিয়ে মুক্তি পেতে চলেছে “ধুমকেতু”।
Comments are closed.