মমতা ব্যানার্জি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে হয় না ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দ্যেশে ক্ষোভ উগরে দিয়ে বললেন দেব।
বুধবার দিন ঘাটালে যান বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। সেখানে গিয়েই এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারকা সাংসদ। বরাবর সৌজন্যের রাজনীতি করার জন্য পরিচিত দেব এদিন বলেন, আমি এভাবে কোনও দিনও কাউকে সরাসরি আক্রমণ করে কথা বলিনা। কিন্তু ঘাটালের মানুষের দুর্দশা দেখে আমি বলতে বাধ্য হচ্ছি আজ। একাধিক চিঠি লিখেছি, সংসদে দাঁড়িয়ে বলেছি তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি। বিজেপির শীর্ষ নেতৃত্বকে তাঁর কটাক্ষ, যে সমস্ত নেতারা ভোটের আগে রাজ্যে এসে বড় বড় কথা বলেছিলেন তাঁরা কোথায়? সোনার বাংলা বানানোর কথা যাঁরা বললেন তাঁদের এখন দেখা পাওয়া যাচ্ছে না।
এখানেই থামেননি তিনি। সুর চড়িয়ে দেব আরও বলেন, মানুষের মধ্যে একটা ধারণা যে বেশির ভাগ রাজনৈতিক দল কোনও কাজ করে না। এখন মনে হচ্ছে ওই দলগুলোর মধ্যে বিজেপি পড়ে।
বিজেপিকে আক্রমণের পরেই দেবের মন্তব্য, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। আমাদের উচিত ওনাকে ভোটে জিতিয়ে প্রধানমন্ত্রী করা।
উল্লেখ্য প্রতিবছরের মত এবছরও ধারাবাহিক বৃষ্টির জেরে কার্যত জলের তলায় ঘাটালের বিস্তীর্ন এলাকা। মাঝে পরিস্থিতি কিছুটা স্বভাবিক হলেও বুধবার থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় আশঙ্কায় দিন গুনছেন ঘাটালবাসী।
Comments are closed.