তৃণমূলের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছিল, বিজেপি বাংলার সংস্কৃতি বোঝেনা। এর পাল্টা জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন বাংলার সংস্কৃতি বুঝতে হলে সঠিক ভাষা জানতে হবে। দিলীপ ঘোষের দাবি, যাঁরা ঠিক ভাষায় কথা বলতে জানেননা, তাঁরাও বাংলার সংস্কৃতি বোঝেননা। সোমবার নিউটাউনে চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী কি ভাষায় কথা বলছেন? তাঁর ভাইপো কি ভাষায় কথা বলছেন? এমন ভাষা যাদের মুখে, তারা বাংলা সংস্কৃতির কি বোঝে? মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর এক ভাষা। ঝাড় একটাই, বাঁশ আলাদা। মমতা-অভিষেককে এই ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ।
বিধানসভা নির্বাচনের আগে ভাষা, সংস্কৃতি নিয়ে বিজেপি-তৃণমূল তরজা অব্যাহত। এই অবস্থায় তৃণমূল বারবার দাবি করেছে, বিজেপি বাংলার অপ-সংস্কৃতি ছড়িয়ে দিতে চাইছে। তৃণমূলের সেই দাবিকে উড়িয়ে দিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, বাংলার মানুষ এখন নিজেদের ভুল বুঝতে পারছেন। ভালো-ভালো কথা বলে যাঁরা ক্ষমতায় এসেছিলেন, তাঁদের আসল রূপ সামনে চলে এসেছে।
[আরও পড়ুন- ভোট অবাধ ও সুষ্ঠু করতে পেশাদারিত্বের অভাব থাকবে না: সৌমেন মিত্র]
দলবদলের প্রসঙ্গ টেনে এনে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ওই দলে কোনও ভদ্র মানুষ থাকতে পারবেন না, যাঁরা থাকতে পারছেন না, তাঁরাই বেরিয়ে আসছেন। মমতা ব্যানার্জি বারবার বলছেন, বিজেপি ওয়াশিং মেশিন। যদি কালো টাকা সাদা করতে চাও, তবে বিজেপিতে যাও। এদিন দিলীপ বলেন দলত্যাগীদের প্রসঙ্গে বলেন, যতদিন তাঁরা দলে ছিলেন, ততদিন ভালো ছিলেন, দল ছাড়ার পরেই তাঁরা খারাপ হয়ে গেছেন। বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার দাবি করে দিলীপের দাবি, আমরা বলেছিলাম “উনিশে হাফ”, তাই করেছি। এবারের নির্বাচনে পুরো সাফ হয়ে যাবে তৃণমূল।
Comments are closed.